চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগসহ করছেন বিএনপির নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বেলালী-ই- বাকী ইদ্রিসী।
মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের সোনমসজিদ স্থলবন্দর এলাকাসহ বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগসহ পথসভা করেন তিনি। এ সময় সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্নয়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ জমির উদ্দিন,জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজিব অদুত অমি, বিনোদপুর ইউনিপির যুবদল আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলামসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বেলালী-ই- বাকী ইদ্রিসী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের সকলকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।