রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৩ টার সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ও কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি মেলা-২০২৫ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎ বন্ধু মন্ডল’র সভাপতিত্বে অতিথিদের বক্তব্য শেষে কৃষি মেলায় অংশগ্রহণ কারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। এই কৃষি মেলায় উদ্যোক্তা ও কৃষি প্রদর্শনী অনুষ্ঠানে ফুলছড়ি উপজেলার বিভিন্ন কৃষক ও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ মেলাতে অংশগ্রহণ করা বিভিন্ন কৃষক ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন