বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি)শাখার উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে কুষ্টিয়ার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে মেছো বিড়াল ও অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণে করনীয় এক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরিবেশে মেছো বিড়াল ও অন্যান্য বন্যপ্রাণী গুরুত্ব, প্রয়োজনীয়তা ও সংরক্ষণে শিক্ষার্থীদের করণীয় কী তা নিয়ে আলোচনা করা হয়।
সংগঠনটির প্রচার সম্পাদক মিলন ভুঁইয়া বলেন, ‘মেছো বিড়াল বিপন্ন প্রজাতির একটি বিড়াল। মানুষের অসচেতনতা ও নানাবিধ কুসংস্কারে দিন দিন মেছো বিড়ালের সংখ্যা আরও কমছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্র ঠিক রাখতে এবং ফসলের মাঠে সাপ, ইদুর, পোকামাকড় নিয়ন্ত্রণে মেছো বিড়ালের সংরক্ষণের বিকল্প নেই।’ সংগঠনের সদস্য ফাহাদ হোসেন বলেন, ‘মানুষ অজ্ঞতার কারণে মেছো বিড়ালকে বাঘ মনে করে মেরে ফেলে। অথচ এটি পুকুরের রোগাক্রান্ত মাছ খেয়ে এবং ফসলের মাঠের ইদুর খেয়ে মাছ এবং ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
হাস মুরগির খামারে এই বিড়াল চলে আসলে বা আসার সম্ভাবনা থাকলে খামারের চারপাশে মজবুত বেড়া দেয়ার মাধ্যমে এই প্রাণীটি রক্ষা করা সম্ভব।’ সংগঠনটির সাধারণ সম্পাদক ছাফওয়ানুর রহমান বলেন, ‘মেছো বিড়াল সংরক্ষণে সরকারী ভাবে বিশ্ব মেছো বিড়াল দিবস উদযাপন করা হয়েছে৷ এর ধারাবাহিকতায় ১ তারিখ থেকে ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখাও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
আজকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। মূলত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং কোমলমতি শিশুদের মাঝে বন্যপ্রাণী সম্পর্কে একটি ইতিবাচক মনোভাব তৈরি করার জন্য, ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা বিভিন্ন দিবস উপলক্ষে ক্যাম্পাসের আশেপাশের স্কুল-কলেজে এই ধরনের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে থাকে।’ উল্লেখ্য, অনুষ্ঠান শেষে বন বিভাগ থেকে প্রচারিত লিফলেট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়া এবং একটি কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।