জয়পুরহাট সংবাদদাতাঃ
পাঁচবিবিতে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টা শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান বাচ্চু।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার হিসাব রক্ষক আমিনুর রহমান,সেনেটারী ইন্সপেক্টর মামুনুর রশিদ, শিক্ষক শামীমা আক্তার,শাহজাহারুল হক সাজু,তরুণ সরকার ও মহসিনা মনা প্রমূখ।
শেষে বিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চে নাচ গান আবৃত্তি পরিবেশন করে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীবৃন্দ।