সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পুলিশ সুপারকে ‘স্যার’ বলে সম্বোধন না করায় গণঅধিকার পরিষদের নেতাকে কড়া ভাষায় তাড়িয়ে দেয়ার করার হুমকি গণঅধিকার পরিষদের নেতাকে৷ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় সুনামগঞ্জ হোসেন বখত চত্তরের গন অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নেতাকর্মীরা।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ কারণে ২৪ ঘন্টার মধ্যে এসপিকে প্রত্যারহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা গণঅধিকার পরিষদ। এসময় সংবাদ সম্মেলন তারা অভিযোগ করে বলেন, আজ বুধবার দুপুরে গণ অধিকার পরিষদের নেতারা গত বছরের রমজান মাসে ছাত্রলীগ নেতারা তাদের উপর ইফতারের সময় হামলা করছিল।
যার প্রেক্ষিতে তারা ছাত্র ছাত্রলীগের জেলা সভাপতি দীপঙ্করকে আসামী করে মামলা দায়ের করে। এই মামলার বিষয়ে এসপি কার্যালয়ে কথা বলতে গেলে এসপিকে স্যার সম্বোধন না করায় ক্ষেপে যান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় ‘পুলিশ সুপার বলছেন আমি আজ চাকরি ছাড়লে কাল ইলেকশন করতে পারবো।
এসময় উত্তেজিত হয়ে গণ অধিকার পরিষদের নেতা এম এস মাসুম আহমদের উপর ক্ষোভ ঝেড়ে গাড় ধরে বের করে দিতে বলেন। সংবাদ সম্মেলন এসপি এমন ঔদ্ধত্য আচরণের বিচার ও তাকে প্রত্যাহারের দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা। এসপি আ ফ ম আনোয়ার হোসেন খান পিপি এম বলেন গণঅধিকারের নেতারা আমার সাথে ফোনে অসৌজন্যমূলক আচরণ করায় আমি রাগান্বিত হয়েছি ।