নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বিভিন্ন সড়কে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব সৈয়দ আলমগীর খসরু। তিনি দলের বিভিন্ন কর্মসূচি এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে জনগণকে বিএনপির এই সংস্কার প্রস্তাব সম্পর্কে অবহিত করেন।
লিফলেট বিতরণের সময় খসরু বলেন, “বিএনপি সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। গত ৫ আগস্টের পর যা ঘটেছে তার জন্য বিএনপিকে দায়ী করা ঠিক নয়। কারণ, আমরা এখনও ক্ষমতায় আসিনি এবং প্রশাসন আমাদের নিয়ন্ত্রণে নেই। যদি কোনো অন্যায় হয়ে থাকে, সেটা সরকারের দায়িত্ব ছিল আইনের আওতায় আনা। আমরা কখনই আমাদের নেতা-কর্মীদের কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়াতে বলিনি। আমাদের মূল লক্ষ্য জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাবের মাধ্যমে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সমাধানে কাজ করে যাচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর।”
এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির প্রাক্তন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজনু রহমান খন্দকার, কেন্দুয়া পৌর ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম ও সোহেলসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।