নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা কেন্দুয়া পৌরসভার আওতাধীন কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রকল্পের প্রথম প্যাকেজের ড্রেন ও স্ল্যাব নির্মাণ কাজ আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি কেন্দুয়ার অবকাঠামো উন্নয়ন এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে বাস্তবায়ন হচ্ছে।
প্রকল্পের প্রথম ধাপে কেন্দুয়া খেলার মাঠের পূর্ব পাশে ড্রেন এবং স্ল্যাব স্থাপন করা হবে। এর জন্য প্রাক্কলিত ব্যায় নির্ধারণ করা হয়েছে ৮০ লক্ষ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জিয়াউল ট্রেডার্স-তুশিবা এন্টারপ্রাইজ (জেভি) কাজটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার বলেন, “এই প্রকল্পটি সম্পন্ন হলে কেন্দুয়ার জলাবদ্ধতার সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখবে। এটি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়। বরং পরিবেশের মানোন্নয়ন এবং জনস্বাস্থ্যের সুরক্ষায়ও সহায়তা করবে। আমরা উন্নত, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”
এই উন্নয়ন কাজ সম্পন্ন হলে এলাকাটি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে এবং শহরের বাসিন্দারা নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে পারবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির প্রাক্তন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজনু রহমান খন্দকার, কেন্দুয়া পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপস্থিত সকলে আশা প্রকাশ করেন যে, এই প্রকল্পের দ্রুত বাস্তবায়ন কেন্দুয়ার উন্নয়নে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।