বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে আন্তঃসেশন ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২০-২১ শিক্ষাবর্ষকে হারিয় বিজয়ী হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, সহকারী অধ্যাপক রিপনুজ্জামান ও সহকারী অধ্যাপক ওবায়দুল হক ও প্রভাষক হাবিবুর রহমান।
জানা যায়, গত ২৭ জানুয়ারি বিভাগটির শিক্ষার্থীদের নিয়ে আন্তঃসেশন ক্রিকেট টূর্নামেন্ট শুরু হয়।এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ৬ টি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মঙ্গলবার ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় ২০১৯-২০ শিক্ষাবর্ষ এবং রানার্স আপ হয় ২০২০-২১ শিক্ষাবর্ষ।
শুরতে টসে হেরে ব্যাট করতে মাঠে নামে ২০২০-২১ শিক্ষাবর্ষ। নির্ধারিত ১২ ওভারে সব উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে দলটি। ৯৪ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নামে ২০১৯-২০ শিক্ষাবর্ষ। ১০ ওভার খেলে ৮ উইকেট হাতে রেখে বিজয়ী হয় তারা।
এ দিকে টুর্নামেন্টে ম্যান অফ দ্যা ম্যাচ হওয়ার গৌরব অজর্ন করে ২০১৯-২০ শিক্ষাবর্ষের সুলতান মাহমুদ সুজন এবং প্লেয়ার অফ দ্য টূর্নামেন্ট হয় একই শিক্ষাবর্ষের শাহরিয়ার দুর্জয়।
খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
খেলা পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুন বলেন, খেলা-ধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য আবশ্যক। খেলাধুলার মাধ্যমেই শিক্ষার্থীদের মাঝে এমন সব গুণাবলির বিকাশ ঘটে যা তাদেরকে বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরই ধারাবাহিকতায় আমরা প্রতিবছরের ন্যায় এবারও এই টুর্নামেন্টের আয়োজন করেছি। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।