কে. এম. সাখাওয়াত হোসেন: সর্বস্তরে মাতৃভাষা চালু ও মাতৃভাষায় শিক্ষার অধিকারের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা সংসদের উদ্যোগে নেত্রকোনা পৌরশহরে বর্ণমালার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে সাতপাইস্থ ছাত্র ইউনিয়নের জেলা কার্যালয় থেকে বিকাল ৪টায় মিছিল বের হয়। মিছিলটি কালিবাড়ি মোড় হয়ে তেরী বাজার মোড় থেকে প্রেসক্লাবের সামনে দিয়ে প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষে হয়।
মিছিল শেষে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান সায়েমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রফিক মিয়া, সহকারী সাধারণ সম্পাদক পুজা সরকার, মাহমুদ হাসান প্রান্ত, প্রচার ও প্রকাশ বিষয়ক সম্পাদক পৃথ্বীরাজ রুদ্র, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক প্রতীতি চক্রবর্তী ও দত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেরিট পন্ডিত।
সমাবেশে বক্তারা বলেন, ভাষার প্রতি বৈষম্যের বিরুদ্ধে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে অনেকেই শহীদ হয়েছেন। ভাষা আন্দোলনের ৭৩ বছর হয়ে গেলেও ভাষার বৈষম্য দূর হয়নি। বরং বৈদেশিক ভাষার আগ্রাসন প্রখর হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের অনেক জাতিগোষ্ঠী রয়েছে। যারা তাদের প্রাথমিক শিক্ষাটুকু মাতৃভাষায় অর্জন করার অধিকার পায়নি। বিশেষ করে বাংলাদেশে অবস্থিত আদিবাসী জনগোষ্ঠীর প্রতি ভাষাসহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে বৈষম্য করা হয়। বাংলাদেশে অবস্থিত সকল জাতিসত্তার ভাষার স্বীকৃতি ও সকল স্তরে মাতৃভাষা চালু সহ মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার প্রতিষ্ঠার দাবী জানানা বক্তারা।
সভাপতি আহাম্মেদ তানভীর মোকাম্মেল তার বক্তব্যে সকল শিক্ষার্থীদের ছাত্র ইউনিয়নের দাবির সাথে ঐক্যবদ্ধ হয়ে ছাত্র ইউনিয়নের লড়াইয়ে যুক্ত হওয়ার আহবান জানানোর মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।