টাঙ্গাইল প্রতিনিধিঃ
নাগরপুর থানার প্রেস রিলিজে জানা যায়। নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে মোস্ট ওয়ান্টেড আসামী সিজু কে গ্রেফতার করেছে। শুক্রবার ৩১ জানুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রাম থেকে বিশিষ্ট সন্ত্রাসী ও সিজু গ্রুপের প্রধান সিজুকে গ্রেফতার করেছে।
আওয়ামী লীগ সরকারের সময়ে সিজু ছিলো একজন সক্রিয় ক্যাডার। সিজু নাগরপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজিবুল হুদা সিজু (৪১) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সিজু তেবাড়িয়ার মৃত গোলাম মোস্তফা মাষ্টারের ছেলে। সিজুর বিরুদ্ধে নাগরপুর থানায় মামলা রয়েছে। মামলা নং-২, তারিখ-১৪/০৮/২০২৪ খ্রিঃ ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩৫৪/৩৭৯/৫০৬ পেনাল কোড মূলে গ্রেফতার করা হয়। সে এই মামলার আসামী।
এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজী, অপহরণ, মারামারি সহ বিভিন্ন অপরাধের সাথে সংশ্লিষ্টার বিষয়ে টাঙ্গাইল সদর থানা সহ নাগরপুর থানায় ৭ টি মামলা রয়েছে। সলিমাবাদ এলাকায় আওয়ামী লীগের ছত্র ছায়ায় সন্ত্রাসী কর্মকান্ড ও বিভিন্ন ধরণের অপরাধের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। আসামীকে গ্রেফতার করে, থানা পুলিশ রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে, এমনটাই জানিয়েছে থানা পুলিশ।