গাইবান্ধা প্রতিনিধি,
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে পাঁচ কেজি গাঁজা জব্দ আইনশৃঙ্খলা বাহিনী । একইসঙ্গে মাদকের সাথে জড়িত থাকারঅভিযোগে পাঁচ কারবারিকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা ডিবি ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- রবিউল ইসলাম (২৭), রমজান আলী (৩৮), নাজমুল মিয়া নাজু (২৬), আলামিন ইসলাম (২০) ও লিমন ইসলাম লেবু (৩০) এ বিষয়ে গাইবান্ধা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শন (এসআই) সোহানুর ইসলাম বলেন, শুক্রবার (২৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় গোবিন্দগঞ্জ থানাধীন তালুককানুপুর ইউনিয়নের সিংহডাঙ্গা মৌজাস্থ আতিকুর রহমানের ইটভাটার সংলগ্ন মহাসড়কের ওপর থেকে চারজনের কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা জব্দ করাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। অপর দিকে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, তালুক কানুপুর ইউনিয়নের সিংহডাঙ্গা এলাকার মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে দেড় কেজি গাঁজাসহ লিমন ইসলাম লেবু নামের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।