ববি প্রতিনিধি :
তামজিদ গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি )। ২১ই জানুয়ারি মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের ৪৮ তম জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় । আজ ২২ই জানুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয় ।
অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় GST গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না এবং আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামসমূহের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী সিয়াম বলেন, ” বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত আমার পছন্দ না।
কারণ এটি একটি অঞ্চলিক বিশ্ববিদ্যালয় পরিণত হবে। ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি হবে এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে ও দূর দুরন্ত থেকে শিক্ষার্থীরা ও এখানে আসার অনিহা প্রকাশ করবে”। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্ররা মনিরুল ইসলাম বলেন, “গতকাল একাডেমিক কাউন্সিলের মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও সরকার থেকে চাওয়া হয়েছে আমরা গুচ্ছে থাকি। কিন্তু সভায় সবাই একমত পোষন করেছেন যে কোয়ালিটি নিশ্চিত করার জন্য আমাদের স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়া উচিত । গুচ্ছের কারনে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে এবং আমাদের সেশনজট তৈরি হচ্ছে । তাই বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করা, দীর্ঘসূত্রতা কাটিয়ে উঠা ও কোয়ালিটি স্টুডেন্ট এই তিনটি কারনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আলাদাভাবে স্বতন্ত্র ব্যবস্থাপনায় পরীক্ষা নেয়ার” ।