আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার -ঘাঘড়া, গ্রামের কৃতিসন্তান নেত্রকোনা জেলার সাবেক যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে তাঁর গ্রামের বাড়ি উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামে মরহুমের কবর জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়৷ এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ সহ আটপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির সভাপতি, সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়৷