কে. এম. সাখাওয়তা হোসেন: এবার ২৮তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি হাসান হাফিজ। আগামি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখে নেত্রকোনা পৌরশহরে মোক্তারপাড়াস্ত বকুলতলায় ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে তাকে সম্মননা প্রদান করা হবে।
বুধবার (২২ জানুয়ারি) নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী বেলা ১১টার দিকে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সংবাদ সম্মেলনে কবি এনামূল হক পলাশসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
কবি হাসান হাফিজ বাংলাদেশের অন্যতম প্রধান কবি ও প্রবীণ সাংবাদিক। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সাহিত্য ও সাংবাদিকতা বিষয়ে প্রায় দুই শত গ্রন্থ রচনা করেছেন। কবি হাসান হাফিজের জন্ম ১৯৫৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও। তিনি বাংলা ভাষা ও সাহিত্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আলাদা আলাদাভাবে এম.এ. ডিগ্রি লাভ করেন। কবি হাসান হাফিজ সাহিত্য চর্চার পাশাপাশি সাংবাদিকতাকে প্রধান পেশা হিসেবে গ্রহণ করেছেন। তিনি প্রায় চার দশক ধরে বিভিন্ন পত্রিকায় সাংবাদিক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন।
আগামী ১৪ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) জেলা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় নেত্রকোনা সাহিত্য সমাজের উদ্যোগে দিনব্যাপী সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে প্রতিবারের মত এবারও নির্বাচিত প্রিয়জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
নেত্রকোনা সাহিত্য সমাজ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর পহেলা ফাগুনে একজন বরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করে থাকে। নেত্রকোনা ও বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের কবি সাহিত্যকরা এই উৎসবে যোগ দিবেন।