টাঙ্গাইল প্রতিনিধিঃ
জিয়া সাংস্কৃতিক জোট কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৯ তম জন্মদিন উপলক্ষে ২০ জানুয়ারি ২০২৪ বাংলাদেশ শিল্প কলা একাডেমি সেগুনবাগিচায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নে জাঙ্গালিয়া গ্রামের কৃতি সন্তান ফারুক আহমেদ খান তিনি নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা যুবদল ও ছাত্রদল নাগরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস।
বিএনপি দলীয় সংগঠনের অন্যতম রাজনৈতিক সেরা সংগঠক হিসেবে সম্মাননা ২০২৫ পুরস্কারে ভূষিত করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব (চেয়ারপার্সনের উপদেষ্টা) সহ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।