নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় বহুল প্রতীক্ষিত শিল্প ও পণ্য মেলা শুরু হতে যাচ্ছে। ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মেলাটি কেন্দুয়া প্রেস ক্লাব সংলগ্ন মাঠেই অনুষ্ঠিত হবে। যা স্থানীয় জনগণের জন্য এক বিশেষ আকর্ষণ হিসেবে পরিগণিত হচ্ছে। মেলার মাধ্যমে কেন্দুয়ার স্থানীয় শিল্প ও পণ্যসমূহের প্রদর্শনী এবং বিক্রি করা হবে। যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন।
বুধবার (২২ জানুয়ারি) মেলার শুভ উদ্বোধন করবেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা (কেন্দুয়া-আটপাড়া সার্কেল) এবং কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদিন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান ভূঁইয়া মজনু।
মেলার আয়োজন সম্পর্কে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান বলেন, “আমরা আশা করছি এই মেলাটি শুধুমাত্র বিনোদন নয়। বরং কেন্দুয়ার স্থানীয় শিল্প ও পণ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
মেলায় স্থানীয় ও বাইরের বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা এবং হস্তশিল্পীরা অংশগ্রহণ করবেন। মেলা চলাকালীন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় প্রতিযোগিতারও আয়োজন করা হবে। মেলাটি সাত দিনব্যাপী চলবে।