নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমুলক কাজের মান উন্নত করার দাবীতে, দুর্গাপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের অংশগ্রহনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যপি মানববন্ধনে ইউনিয়ন বিএনপি‘র আহবায়ক ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব বোরহান উদ্দিন, শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম বাবুল, শিক্ষক মোস্তাক আহমেদ, বিএনপি নেতা আবু সিদ্দিক, মোজাম্মেল হক, মো. নিজাম উদ্দিন, তাজুল ইসলাম, মো. জামাল উদ্দিন, আরিফুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলামসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
বক্তরা বলেন, দুর্গাপুর সদর ইউনিয়নে প্রায় পঞ্চাশ কোটি টাকা ব্যায়ে নয়টি উন্নয়নমুলক কাজ চলমান রয়েছে। প্রতিটি কাজেই ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। সরকারিভাবে তেমন কোন তদারকি না থাকায় প্রশ্নবিদ্ধ হচ্ছে কাজের মান। টানানো হয়নি কোন সিটিজেন চার্টার। আমরা চাই ইস্টিমিট অনুযায়ী সঠিক মানের সামগ্রী দিয়ে কাজ গুলো সম্পন্ন করা হউক। আজকের মানববন্ধনের পরে যদি কাজগুলো সঠিকভাবে করা না হয়। তাহলে ইউনিয়বাসীকে নিয়ে প্রতিটি কাজের সামনে গিয়ে সকলে মিলে অনশন শুরু করবো।