ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীর তৃতীয় গবেষণা গ্রন্থ ’সাহিত্যে নারী কালে কালোত্তরে’ প্রকাশিত হয়েছে। মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদে কথাপ্রকাশ প্রকাশনা থেকে বইটি প্রকাশ করা হয়েছে। বইটির মূল্য মাত্র ৫০০ টাকা।
লেখিকা বইটিতে পিতৃতন্ত্রের নিশ্ছিদ্র অচলায়তনের মধ্য থেকে সাহিত্যে নারীর নিজস্বতা নির্মাণের পথটি অনুসন্ধান করেছেন। বইটিতে প্রাগৈতিহাসিক কাল থেকে নবজাগরণ-উত্তরকাল পর্যন্ত নারীর স্বরূপ যেমন চিহ্নিত হয়েছে তেমনি বর্তমান কালের সাহিত্যে নারীর সাবলীল উজ্জীবন বহুকৌণিক দৃষ্টিতে উপস্থাপিত হয়েছে। ড. ইয়াসমিন আরা সাথী ১৯৮২ সালে মেহেরপুরে জন্মগ্রহণ করেন।
তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘সমরেশ বসুর উপন্যাস: মধ্যবিত্তজীবন’ বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পোস্ট ডক্টরাল ফেলোশিপ পেয়ে ‘কবিগান: সমাজপরিপ্রেক্ষিত ও রূপবৈচিত্র্য’ শিরোনামে গবেষণা সম্পন্ন করেন।
গবেষক ড. ইয়াসমিন আরা সাথী বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আইবিএস জার্নাল, বাংলা গবেষণা পত্রিকা, সাহিত্য-গবেষণা পত্রিকা, সাহিত্য গবেষণাপত্র, সাহিত্য পত্রিকা, ঐতিহ্য, সাহিত্যসন্দর্ভ, ভাষা-সাহিত্য পাঠ, Journal of Islamic Education and Research, Journal of history and culture সহ অনেক গবেষণা পত্রিকায় ভাষা-সাহিত্য-সংস্কৃতির নানা বিষয়ে তার বহু প্রবন্ধ প্রকাশ হয়েছে।