মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারী শনিবার সকাল ১০টায় ” ঈমান আকিদা সংরক্ষণ কমিটির ” আয়োজনে বায়তুন নুর জামে প্রাঙ্গণে অনুষ্ঠিত ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ সভাপতিত্ব করেন ঈমান আকিদা সংরক্ষণ কমিটির আহবায়ক মাওলানা আব্দুল ওয়াদুদু।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম ও মাশায়েখ কানায় কানায় পূর্ণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল ওহাব মিঞা।
ঈমাম আকিদা সংরক্ষণ কমিটির মহাসচীব মাওলানা মুঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জোয়ার সাহারা বসুন্ধরা এলাকার মসজিদুল আকসার ইমাম ও খতিব প্রখ্যাত আলেমে দীন মাওলানা মিজানুর রহমান,হিলি হাকিমপুর উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া আনআরুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুরুল করিম।
বক্তব্য রাখেন আহলে শুরা দাওয়াত ও তাবলীগ বাংলাদেশের মুফতি জোবায়ের হোসেন, জামিউল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি যুবাইর মাহমুদ, দারুল উলুম শাকেরুল্লাহ মাদ্রাসার পরিচালক মাওলানা ওয়ালিউল্লাহ চৌধুরী, শালপাড়া মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন, বায়তুন নুর জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান রাশেদী সহ আরো ওলামা মাশায়েখ বৃন্দ।
সুধী হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ষ্টেশন জামে মসজিদের খতিব মাওলানা ইয়াহিয়া, মহব্বতপুর আমিনিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা মীর শহীদ মন্ডল, থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, বড় মানিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মকুল।
শেষে বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন বায়তুন নুর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।