মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল খেলা, পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় পুরুস্কার ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু, থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রানা, সহ সাধারণ সম্পাদক মোজাফফর রহমান সাজা, সাংবাদিক আব্দুল হাই, আওলাই ইউনিয়নে সংরক্ষিত ইউপি সদস্য মেঘনা খাতুন প্রমুখ।
খেলায় আটাপুর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে আওলাই ইউনিয়ন ফুটবল একাদমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলাটি পরিচালনা করেন লোকমান হাকিম। তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর আলম ও বাদল হোসেন।