নিজস্ব প্রতিবেদক: আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের যাবজ্জীবন দণ্ড থেকে খালাসের রায় ঘোষণার পর কেন্দুয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে কেন্দুয়া উপজেলার বিএনপি, যুবদল এবং ছাত্রদলসহ স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে এই মিছিল বের করা হয়।
মিছিলটির নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক , নেত্রকোনা জেলা বিএনপি’র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মজনু রহমান খন্দকার।
মিছিলটি কেন্দুয়া বাজার প্রদক্ষিণ শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মজনু রহমান খন্দকার বলেন, “বাবর ভাইয়ের খালাসে আমরা ন্যায় বিচারের প্রতিফলন দেখেছি এবং এই রায়ের মাধ্যমে আমরা সবাই আরও আশাবাদী হয়েছি।”
আনন্দ মিছিলে আরও বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, কেন্দুয়া পৌর ছাত্রদলের আহাবায়ক আশরাফুল আলম এবং কেন্দুয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এমদাদুল হক। তাঁরা সকলেই বাবরের খালাসকে ন্যায়বিচারের জয় হিসেবে উল্লেখ করেন এবং আগামীতে দলকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মিছিলে বিএনপি, যুবদল এবং ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা লুৎফুজ্জামান বাবরের খালাসকে কেন্দ্র করে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মিষ্টি বিতরণের মাধ্যমে মিছিলের সমাপ্তি ঘোষণা করা হয়।