রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
“জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহায়তায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দুইদিনব্যপী ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহনে আয়োজিত মেলায় ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎ বন্ধু মন্ডল’র সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেলা রানা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এসএম আবু মোতালেব, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলক সিদ্দিক, ফুলছড়ি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার সহ প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবিস্কার নিয়ে ১৫ টি স্টল স্থান পেয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সর্বস্তরে বিজ্ঞান অনুরাগ, বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশে এ মেলার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানাতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তির পরশে বিজ্ঞানীরা মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে সক্ষম হয়েছেন।
ফলে আমরা যেমন বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল দেখতে পাচ্ছি ঠিক তেমনি আবহাওয়ার পূর্বাভাসও দেখতে পাচ্ছি। বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধায় কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যেকোনো জায়গার আবহাওয়ার সব তথ্য পাচ্ছি। পৃথিবীকে নিয়ে গবেষণা করতে করতে মানুষ মহাশূন্যে পা দিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্যন্যা শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার গুরুত্ব দেয়ার জন্য আহবান জানানো হয়।