বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট কার্ড বিতরণের নামে ১০০ থেকে ২০০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে। এ নিয়ে ইউনিয়ন পরিষদ এলাকায় সাধারণ মানুষের মাঝে হট্টগোল দেখা দেয়।
১৩ই জানুয়ারি (সোমবার) নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনাটি ঘটে। এ সময় সুবিধাভোগীরা টাকা দিতে অসম্মতি জানিয়ে প্রতিবাদ করেন। পরে ঘটনাটি জানাজানি হলে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান (ফর্সা) পরিষদে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। স্থানীয়রা জানায়, নিলক্ষিয়া ইউনিয়নের টিসিবি সুবিধাভোগীদের কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করার জন্য জমা নেওয়া হয়। সেই কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করে রবিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদের সচিব নিজেই বিতরণ কার্যক্রম শুরু করেন।
অভিযোগ ওঠে ইউনিয়ন পরিষদের সচিব মোঃআনোয়ার হোসেন নিজেই চেয়ারম্যানের সাথে জোকসাজোসে স্মার্ট কার্ডের জন্য জনপ্রতি ১০০ থেকে ২০০ টাকা আদায় করেন। বিষয়টি নিয়ে অনেকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সরেজমিনে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, টিসিবি কার্ডধারীরা স্মার্ট কার্ড নিতে এসে হট্টগোল করছেন।
এ সময় তারা অভিযোগ করেন যে স্মার্ট কার্ড নিতে ১০০ থেকে ২০০ টাকা নিচ্ছেন ইউনিয়ন পরিষদের সচিব। তৎক্ষণাৎ পরিদর্শনে দেখা যায়, ওই পরিষদের সচিব মোঃ আনোয়ার ইসলাম নিজে ইউনিয়ন পরিষদের রক্ষিত ট্যাক্সেরস্লিপে লিখিত আকারে এই টাকাগুলো জমা নিচ্ছেন। তাকে জিজ্ঞাসা করলে দায়সারাভাবে বলেন, কিছু খরচাপাতি হয়েছে তা উঠানোর জন্য এই টাকাগুলো নেওয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে বিষয়টি অবগত করলে তিনি বলেন, আমি টাকা নিতে বারণ করেছি এখানে টাকা লাগবে কেন বিষয়টি আমি দেখছি।
এ সময় ক্ষিপ্রোজনতা ঐ ইউনিয়ন পরিষদের মেম্বারগণের জোকসাজোসে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উপস্থাপন করে তার পদ থেকে তাকে সরিয়ে দেন, এ বিষয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। ঘটনাটির ব্যাপারে, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে আমি লিখিত কোন অভিযোগ পাইনি তাই বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব বলে আশাবাদ ব্যক্ত করেন।