কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা পৌরশহর এলাকা থেকে বিচারাধীন ১৯ মাদক মামলার আসামি কুখ্যাত মাদক বিক্রেতা মো. আলমগীকে (৪০) ফের গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। তার হেফাজতে থাকা পাঁচ গ্রাম হোরোইন ও গাঁজা উদ্ধার করা হয়েছে ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে আলমগীরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি আলমগীর নেত্রকোনা সদর উপজেলার পূর্ব চকপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স। এরই প্রেক্ষিতে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকে পুলিশ। গত সোমবার রাতে নেত্রকোনা পৌরসভাধীন পূর্ব চকপাড়া এলাকা কুখ্যাত মাদক কারবারী আলমগীরকে গ্রেফতার করা হয়। তার হেফাজতে থাকা পাঁচ গ্রাম হোরোইন ও গাঁজা উদ্ধার এবং তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
আলমগীর এতটাই কুখ্যাত ইতোপূর্বে ১৯টি মাদক মামলার এজাহার নামীয় আসামি সে। এই মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরের দিকে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।