কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা সদর উপজেলায় পৃথক দুইটি নাশকতা মামলায় ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি দুজনকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে গ্রেফতারকৃত দুজন জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেতারকৃতদের একজন সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান মোফাক্কারুল হোসেন তালুকদার মিলন (৫২)। তিনি একই ইউনিয়নের হবিবপুর বাংলা গ্রামের মোশারফ হোসেন তালুকদারের ছেলে। তাকে নেত্রকোনার মোহনগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি (চেয়ারম্যান) গত ৮ আগস্ট একটি নাশকতা (বিশেষ ক্ষমতা আইন) দায়েরকৃত মামলার এজাহাজার ভুক্ত আসামি।
গ্রেতারকৃত আরেকজন হলেন দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বজলুল কাদের নয়ন (৪৮) এবং এই ইউনিয়নের শ্রীপুর বালি গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে তিনি। তাকে অন্য আরেকটি নাশকতা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
নেত্রকোনার মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করে বলেন, রিমান্ড আবেদনসহ গ্রেফতারকৃত দুজনকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।