সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় হত্যা, অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। ২৮ বিজিবির অধীনস্থ বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপি এলাকার গামারীতলা খাসপাড়া নামক স্থানে গত বুধবার (৮ জানুয়ারি) সীমান্ত হত্যা সংঘটিত হওয়ার পরিপ্রেক্ষিতে সীমান্তে হত্যা ও অনুপ্রবেশ বন্ধে সীমান্ত এলাকায় বিজিবির জনবল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ বন্ধে জনসচেতনতা মূলক কাজ ও সীমান্তে নজরদারি ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে।
এদিকে, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির এর দূরদর্শী দিকনির্দেশনায় বিজিবির টহল দল গত রবিবার (১২ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়া সীমান্তে অবৈধভাবে শুন্য লাইন অতিক্রম করে ভারতে প্রবেশের দায়ে ২ বাংলাদেশী নাগরিককে আটক করে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়ন। আটককৃতরা হলো: বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের মো: হানিফ মিয়ার ছেলে মো: মামুন মিয়া (৩২) ও মো: মাইনুদ্দিন (২৬)। বিজিবি জানায়, তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঘোরাফেরা ও ভিডিও চিত্র ধারণের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিসএসসি বলেন, সীমান্ত দিয়ে দেশে কোনো অবৈধ পণ্য, মাদক কিংবা বিদেশী অস্ত্র যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্তে বিজিবির টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে। একইসাথে সীমান্তে চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তে চোরাকারবারিদের কঠোর হস্তে দমন করতে বিজিবি বদ্ধপরিকর।