রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে আওয়ামী সন্ত্রাসীদের নাগরিক ঐক্যে যোগদান ও সাধারণ জনগণের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাজীপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বক্তারা সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতারা সন্ত্রাসীদের নাগরিক ঐক্যে যোগদানের মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করছেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা সন্ত্রাসীদের পূর্ণবাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, “সন্ত্রাসীদের এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। যারা সাধারণ মানুষের ওপর হামলা চালায়, তাদের অবশ্যই আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।” তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়, যা ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজ থেকে শুরু হয়ে মির্জাপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।