কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার দুর্গাপুরে ছুটিতে বাড়িতে আসা এসআই মো. শফিকুল ইসলামকে (নিরস্ত্র) এলোপাতাড়ি কুপিয়ে হত্যার প্রতিবাদে শোক, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন (বিএসএ)।
শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ মনিরুল হক ডাবলু যৌথ স্বাক্ষরিত বিবৃতিতে শোক, নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে উল্লেখ, প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতা থেকে এই হামলা হতে পারে বলে ধারণা করা হলেও একজন পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কোপিয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় সমস্ত পুলিশ সদস্য গভীর শোকাভিভূত ও মর্মাহত হয়েছে। আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় সহকর্মী এসআই মো. শফিকুল ইসলাম (বিপি-৭৯৯৮০১৬১৪০) জামালপুর পুলিশ লাইনস এর বেতার বিভাগে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন দক্ষ, সাহসী এবং নির্ভীক সহকর্মীকে হারালাম, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
বিবৃতি আরও উল্লেখ, তাঁর কর্মজীবনের অবদান এবং মানবিক গুণাবলির স্মৃতি আমাদের মনে চিরকাল অম্লান থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন। বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের পক্ষ থেকে এসআই মো. শফিকুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ঘটনায় জড়িত সকল অপরাধীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
গত বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নেত্রকোনার দুর্গাপুরের পানমহাল রোড এলাকায় ৯ দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে এসআই (নিঃ) শফিকুল ইসলাম (নিরস্ত্র) গুরুতর আহত হন। একই দিন রাত পৌনে ১০টার দিকে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এবং জামাপুর জেলায় ওসি, বেতার হিসেব কর্মরত ছিলেন।
এসআই মো. শফিকুল ইসলাম ছুটিতে নিজের বাড়ি নেত্রকোনার দুর্গাপুরে বেড়াতে আসেন। দুর্গাপুর থানার পানমহাল রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় কতিপয় দুর্বৃত্তকারী দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে তাঁর বাঁ পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি হাত, বুক, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। নিহত এসআই শফিকুল ইসলামের গ্রামের বাড়ি দুর্গাপুর থানাধীন চণ্ডীগড় ইউনিয়নের নয়াগাঁও গ্রামে।