মধ্যনগর উপজেলা প্রতিনিধি:
সরকারি শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে চোরাই পথে আসা নৌকা বোঝাই ৭৯ বস্তা ( ৩৯৫০ কেজি) ভারতীয় চিনি বুঝাই সহ একটি নৌকা গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। শুক্রবার ৩ জানুয়ারি দুপুর ১ টার দিকে পুলিশের বিশেষ অভিযানে মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়নের বদলপুর গ্রামের ইছন আলীর বাড়ীর উত্তর পার্শ্বে নদীর ঘাট হইতে একটি ইঞ্জিন চালিত ইষ্টিল বডি নৌকায় থাকা ৭৯ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
পুলিশ অভিযানের খবর পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৯৫ হাজার টাকা ও ০১টি স্টীলের তৈরী ইঞ্জিন চালিত নৌকা যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা।
এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব রহমান বলেন, ৭৯ বস্তা ভারতীয় চিনি সহ ১টি ট্রলার নৌকা জব্দ করা হয়েছে।অজ্ঞাতানামা পলাতক আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করে,মামলাটির তদন্তভার এসআই মোঃ আসাদুল ইসলাম এর নিকট প্রদান করা হয়েছে।