নিজস্ব প্রতিবেদক: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় তারুণ্যের উৎসব নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের র্যালিতে নেতৃদ্কে সহকারি কমিশনার (ভূমি) মো.শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক এম.এ. খায়ের, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হাসেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কণিকা সরকার ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক প্রমুখসহ আরো অনেকে অংশগ্রহণ করেন।