নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয়বারের মতো আরও চারশো ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন যুবদল নেতা আব্দুল আল মামুন খান রনি। তিনি জেলা যুবদলের সাবেক ১নং সহ-সভাপতি ও নেত্রকোনা পৌরসভার ধানের শীষের মেয়র নমিনী।
গত রবিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাতে নেত্রোকনার পৌরহরের মালনি, ঋষিপাড়া, সাতপাই রেল স্টেশন ও চকপাড়া কোর্ট স্টেশন এসব এলাকা ঘুরে ঘুরে ছিন্নমূল অসহায় দুস্থদের মাঝে চার শতাধিক কম্বল বিতরন করেন যুবদল নেতা রনি।
এ সময় তার সাথে ছিলেন, নেত্রকোনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক ও জেলা যুবদল নেতা মাহমুদুর রহমান খান তন্ময় এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফুল হক খান, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজন মিয়া ও সহ নাট্য বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ অন্তরসহ আরো অনেকে।