জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলায় দেড় কেজি গাঁজাসহ মো.আজিজুল শেখ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধার দিকে উপজেলার পাঁচুড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আজিজুল শেখ ওই গ্রামের মৃত ফোরকান শেখের ছেলে।
নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধার দিকে গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একদল সদস্য লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করেন।
পরে আজিজুল শেখ নামে ওই কিশোরকে আটক করেন তারা। এরপর তার বসত বাড়ির ঘরে প্লাসিটকের ব্যাগে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দেড় কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় আরেক আসামি পাঁচুড়িয়া গ্রামের মৃত চান মিয়া শেখের ছেলে ইউসুফ শেখ (৪০) নামে এক ব্যক্তি পালিয়ে যায়। এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ওসি মো.আশিকুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।