কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলবীবাজারের কমলগঞ্জে ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থী পেলো নতুন বাইসাইকেল।নতুন বাইসাইকেল পেয়ে আনন্দিত ও উচ্ছাসিত শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন।পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা,সেবাগ্রহীতা,জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুশীলসমাজ এবং স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার ক্ষুদ্র-নৃতাত্ত্বিক গোষ্ঠীর ৫৮ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও উচ্চ মাধ্যমিক ৫০ জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেককে ৯ হাজার ৫০০ টাকা করে, মাধ্যমিক ২০০ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও প্রাথমিক ১০০ জন্য শিক্ষার্থীদের প্রত্যেকেকে ২ হাজার ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
এদিকে সন্ধ্যা ৬টায় কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে কমলগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মো.ইসরাইল হোসেন।এসময় তিনি বলেন পর্যটন সমৃদ্ধ মৌলভীবাজার জেলাকে আরো এগিয়ে নিতে চান,দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটি জেলায় রূপান্তর করতে চান, তিনি আরো বলেন কোন সেবাগ্রহীতা যেন হয়রানীর স্বিকার না হয়।
মৌলভীবাজার জেলায় একটি মেডিকেল কলেজ যেন দ্রুত হয় এবিষয়ে তিনি পদক্ষেপ নিচ্ছেন। কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন।
প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক প্রণিত রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন,কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শাব্বীর এলাহী,কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সম্পাদক নির্মল এস পলাশ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম,কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম,সাবেক সম্পাদক মোস্তাফিজুর রহমান,শাহিন আহমদ,সাংবাদিক জয়নাল আবেদীন,মারুফ আহমদ,আশহাবুজ্জামান ইসলাম শাওন,সালাহউদ্দিন শুভ সহ আরো অনেকে।