কে. এম. সাখাওয়াত হোসেন: বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) অভিযানে মালিকবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ একটি ব্যাটারি চালিত অটো রিকশা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে রয়েল স্ট্যাগ, এমসি ডয়েলস্ ও আইস ভদকা ব্যান্ডের মদ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন লে. কর্ণেল এ এস এম কারুজ্জামান। তিনি নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র আওতাধীন মাধুপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৪৬/৪-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোবউড়া উপজেলার চারুয়াপাড়া ইউনিয়নের সীমান্ত মার্কেট রাস্তার পার্শ্বের একটি অটোরিকশা তল্লাশি করা হয়।
তল্লাশীকালে মাদকবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ১১৮ বোতল ভারতীয় মদসহ অটোরিকশাটি জব্দ করা হয়। আমদানী নিষিদ্ধ এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।