নিজস্ব প্রতিবেদক: ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ কবিতার কবি হেলাল হাফিজের প্রয়াণে মরহুম কবির নিজ জেলা নেত্রকোণায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে জেলা প্রেসক্লাব মিলনায়তনে নেত্রকোণা নাগরিক সমাজের ব্যানারে এই শোকসভার আয়োজন করা হয়।
প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ স্বরণে কবিতা পাঠ করেন- কবি পহেলী দে, শিল্পী ভট্রাচার্য্য, উচ্ছাস দাস, তানভীয়া আজিম, সাইফুন্নাহার, খন্দকার ওয়ালী উল্লাহ ও আহনাফ তাজওয়ার হক।
কবি তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় ও নেত্রকোণা নাগরিক সমাজের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্যর রাখেন জাতীয় কবিতা পরিষদের সদস্য সচিব ও জনপ্রিয় টিভি উপস্থাপন কবি রেজাউদ্দিন স্টালিন।
এরআগে সূচনা বক্তব্য দেন শোকসভা উদযাপন কমিটির সদস্য সচিব কবি এনামূল হক পলাশ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক রুহুল আমীন, লতিফা আহমেদ, মোস্তাফিজুর রহমান, ননী গোপাল, মৃণাল চক্রবর্তী, মনির হোসেন বরুন, রেজাউল করীম প্রমুখ।
গত ১৩ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে কবি হেলাল হাফিজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মৃত অবস্থায় নেওয়া হয়। তাঁর প্রথম কাব্যগ্রন্থ “যে জলে আগুন জ্বলে” প্রকাশের মাধ্যমে মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ।