নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দুই হাজার ৭৪৫টি স্মার্ট ফ্যামিলি কার্ড হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। তিনি এসব কার্ড কেন্দুয়া পৌরসভার কোষাধ্যক্ষ সেলিম উদ্দিনের হাতে তুলে দেন।
এই স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পৌর এলাকার বাসিন্দারা টিসিবি’র পণ্য সহজে ও ন্যায্যমূল্যে সংগ্রহ করতে পারবেন। কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেলসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন।
ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, “টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে তারা ন্যায্যমূল্যে খাদ্যপণ্য পাবে, যা তাদের জীবিকা নির্বাহে সহায়ক হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। টিসিবি’র এই কার্যক্রম পৌরবাসীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রথম ধাপে কেন্দুয়া পৌরসভার ২ হাজার ৭৪৫টি পরিবারকে স্মার্ট ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।