শেলকুপা, ঝিনাইদহ
গতকাল সকালে ঘটে গেল মারাত্মক সড়ক দুর্ঘটনা। বারংবার অবৈধ করাতকলের (স-মিল) বিষয়ে অভিযোগ করা হলেও টনক নড়েনি বনকর্মকর্তা শৈলকুপার ফরেস্টার মকলেছুর রহমানের। তিনি দীর্ঘ তিনবছর শৈলকুপায় দায়িত্ব পালনকালে অবৈধ সমিল মালিকদের সাথে সখ্যতার মাধ্যমে বিপুল পরিমান ঘুষ বানিজ্য করে আসছেন। জনগুরুত্বপূর্ণ শৈলকুপা পৌর এলাকার মধ্যে নিয়মনীতি উপেক্ষা করে বেশ কয়েকটি অবৈধ সমিল তিনি মাসিক চুক্তিতে মোটা অংকের টাকার বিনিময়ে চালিয়ে আসছেন।
ফলশ্রুতিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তেমনিভাবে আজ ভোরে বনবিভাগ ও ফায়ার সার্ভিসের পাশে একটি অবৈধ স-মিলের ছড়িয়ে রাখা কাঠের গুড়ির ধাক্কায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সমিলের সামনের বৈদ্যুতিক খুঁটি ভেঙে ভয়াবহ ক্ষতির শিকার হয়। বৈদ্যুতিক সরঞ্জাম সহ কয়েকটি দোকান ঘরের কয়েক লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে জানা যায়। অবৈধ করাতকল মালিকগন সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে আবার তাদের কারণে দুর্ঘটনায় সরকার ক্ষতিগ্রস্ত হবে সেটা কি কারো দেখার নেই ? শৈলকুপার ফরেস্টার মকলেছুর রহমানের খুঁটির জোর কোথায় জনগন জানতে চায়।