জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪০ তম বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর মঞ্চে এ অনুষ্টানের আয়োজন করা হয়।লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদের সভাপতিত্বে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।প্রতি বছরের ন্যায় এ বছর নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৯ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে উপজেলার ৪ টি কলেজের ৫৮ জন, ৩২ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭০ জন, ১১ টি মাদ্রাসার ৪৮ জন ও ১ টি কারিগরি কলেজ ০৫ জন প্রতি শিক্ষার্থীকে ১ হাজার ২০০ টাকা করে এবং উচ্চ শিক্ষায় ০৮ জন প্রতি শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট ২৮৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৩ লাখ ৭৭ হাজার ২০০ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহসীন আলীর সঞ্চালনায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন নির্বাহী সচিব লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। সম্মানিত অতিথির বক্তব্য দেন নাসার গবেষক ও শিক্ষক প্রফেসর গোলাম মুহাম্মদ নেওয়াজ, নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ শা.ম আনয়ারুজ্জামান, ড. আনিক আফসান নেওয়াজ (ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ড), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, লোহাগড়া প্রেসক্লাবের আহবায়ক মো. সেলিম জাহাঙ্গীর, জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মুরাদ হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা, সাংবাদিকবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।