রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডিমলা উপজেলার প্রতিনিধি টিম।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ১০টা ৩০ মিনিটে নীলফামারীর ডিমলা উপজেলার রামডাঙ্গা গণকবরে বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ ও সম্মুখযুদ্ধের রনাঙ্গনে ১৯৭১ সালে শাহাদৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের ডিমলা উপজেলার পৃথক পৃথক গণ কবরস্থানে বীরমুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলার প্রতিনিধি টিম।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলার প্রতিনিধি শাকিল প্রধান, রাশেদুজ্জামান রাশেদ, জাফর হোসেন জাকির ও সোম্য প্রমূখ।