বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। জাতি হারায় তাদের সূর্যসন্তানদের। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
এ দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আসমা -উল- হুসনা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন,বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ,বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সহ প্রমূখ সবাই উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটির শেষে সকল বুদ্ধিজীবী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।