আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের তুলাতলী এলাকায় তপশীলোক্ত জমিতে স্থাপিত সীমানা খুঁটি উপড়াইয়া ফেলে জমি দখলের চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী জসীম উদ্দিন আহাম্মদ(৫৫) আনোয়ারা থানায় লিখিত অভিযোগও করেন। জসিম উদ্দিন বারশত ইউনিয়নের দক্ষিণ বারশত এলাকার মৃত আহাম্মদ শরীফের ছেলে। অভিযুক্তরা হলেন, বটতলী পূর্বতুলাতলী এলাকার রাজগুরু চৌধুরী (৫৮), জয়গুরু চৌধুরী (৬০) ও টিংকু চৌধুরী (৩৫)। বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, তুলাতলী এলাকার সদারামের ওয়ারিশ মুধুসুদন গুপ্ত, সুশীল গুপ্ত, সজল গুপ্ত, কাজল গুপ্ত, চিনু গুপ্ত, নয়ন গুপ্ত ও চন্দন গুপ্ত থেকে ০৭০৩ শতাংশ জমি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অপর অ্যাটর্নি দল্লি মূলে গ্রহণ করিয়া মালিক স্বত্ববান হই। কিন্তু অভিযোগে উল্লেখিত ব্যক্তিরা আমার জমির সীমানা খুঁটি উপড়াইয়া ফেলে দিয়ে জমি দখলের চেষ্ঠা করে। এসময় তারা আমাকে নানা হুমকিও দিয়ে যায়।
অভিযোগের বিষয়ে আনোয়ারা থানা পুলিশের সাথে যোগাযোগ করলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান ওসি মো. মনির হোসেন।