বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।
জামালপুরের বকশীগঞ্জে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় জামালপুর জেলা পুলিশের উদ্যোগে বকশীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার সাতটি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
এ সময় জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) এর নির্দেশনায় শীত বস্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম (ক্রাইম এন্ড অপস) তিনি বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে পুলিশের প্রথম শুভাকাঙ্ক্ষী। পুলিশ সব সময় মনে করেন পুলিশের সকল কাজের অংশীদারিত্বে রয়েছে গ্রাম পুলিশের অবদান, তাই গ্রাম পুলিশের পাশে থেকে সকল প্রকার সার্বিক সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেন।