রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়িতে সমাজসেবা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ফুলছড়ি উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের গ্রাম কমিটির সভাপতি বা দলনেতা, সাংবাদিক, ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী এ প্রশিক্ষণে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার ইকবাল শাজাহান, শিশু সুরক্ষা সমাজকর্মী শফিকুর রহমান খাঁন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, ইমাম মাহমুদুল হাসান, ইউনিয়ন সমাজকর্মী রেজাউল করিম, জয়ন্ত কুমার সরকার, দলনেতা রবীন্দ্রনাথ সরকার, সরবেশ মোল্লা প্রমুখ।