জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) জবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরদার ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো রায়হান হোসেন অপুর জন্মদিন উপলক্ষ্যে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কম্বল ও খাবার বিতরণ করেন।
এসময় ভিক্টোরিয়া পার্কে অবস্থানরত দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল এবং সদরঘাট টার্মিনাল এলাকায় ছিন্নমূল বয়স্কদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
জবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় আর্ত-মানবতার সেবায় নিয়োজিত থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের এই ছোট্ট উদ্যোগ।
এসময় উপস্থিত ছিল জবি ছাত্রদলের সহ সভাপতি মো জহিরুল ইসলাম মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সৌরভ, ইয়াসিন আরাফাত, সমাজসেবা বিষয়ক সম্পাদক রবিন মিয়া শাওন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ফয়সাল, সহ সাংগঠনিক সম্পাদক নাইমুর হোসেন দূর্জয়, ফয়সাল মুরাদ, মাফফিকুল, মনিরুজ্জামান মনির, আয়াতুল্লাহ আয়াত, মো মিঠু, সদস্য মাহমুদুল হাসান নাইম, আরাফাত সানী, আব্দুর রহমান সহ শতাধিক নেতাকর্মী।