জবি প্রতিনিধি:
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাসহ সদরঘাটের ফুটপাতে থাকা পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই মানবিক কর্মসূচি আয়োজন করা হয়।
এই উদ্যোগের লক্ষ্য ছিল শীতার্ত শিশুদের সহায়তা প্রদান এবং মানবাধিকারের প্রতি সচেতনতা তৈরি। কার্যক্রমটি সফল করতে সদস্যরা এক সপ্তাহ ধরে অর্থ সংগ্রহ, শীতবস্ত্র ক্রয় ও প্যাকেজিং করেন। শীতবস্ত্র পেয়ে পথশিশুরা আনন্দিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। সংগঠনের সদস্যরা জানান, এই উদ্যোগ শুধু সহায়তা নয়, বরং মানবিকতা প্রসারের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা অন্যদেরও এমন উদ্যোগ নিতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাসুদ রানা বলেন, “বিশ্ব মানবাধিকার দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় ন্যায়, সাম্য ও মানবিকতার প্রতি আমাদের দায়বদ্ধতার কথা। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি মানুষ তাদের ন্যায্য অধিকার পাবার যোগ্য। বিশেষত অসহায় পথশিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। পাশাপাশি, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাগিং বন্ধ করে শিক্ষার্থীদের জন্য মানবিক ও পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করা অপরিহার্য। আমরা চাই পথশিশুরাও সমাজের মূলধারার অংশ হয়ে বেড়ে উঠুক। এই কার্যক্রমে অংশ নিতে পেরে আমরা গর্বিত।”
সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, “বস্ত্র মানুষের অন্যতম মৌলিক অধিকার। শীতকালে যখন আমরা আরামদায়ক পোশাকে ঘুমাই, তখন ফুটপাতে থাকা মানুষগুলো শীতে কাঁপতে থাকে। বিশেষ করে শিশুদের জন্য এই পরিস্থিতি দুর্বিষহ। আমরা তাদের প্রতি দায়িত্ববোধ থেকে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি। মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে।”
দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, “আমরা মানবতার পাশে দাঁড়ানোর মাধ্যমে পথশিশুদের জীবনযাত্রায় সামান্য পরিবর্তন আনার চেষ্টা করছি। শীতের কষ্ট লাঘবে এটি একটি ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। ইনশাআল্লাহ, আমরা সমাজে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাব।”
সংগঠনের অন্যান্য সদস্যরাও জানান, বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে এবং এ মাসে আরও দুই শতাধিক শীতার্ত পথশিশুর মাঝে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে।
মানবাধিকার দিবসের এই আয়োজনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইটস সোসাইটি দেখিয়ে দিয়েছে যে মানবতার জন্য ক্ষুদ্র উদ্যোগ একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে। সমাজের প্রতিটি স্তরে এমন উদ্যোগ ছড়িয়ে গেলে শীতার্ত পথশিশুদের জীবন অনেকটাই সহজ হয়ে উঠবে।