টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কৃষকদের সবজি ও পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে পারিবারিক পুষ্টি বাগান করতে উৎসাহিত করতে প্রণোদনা দিয়েছে নাগরপুর উপজেলা কৃষি অফিস।১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে কৃষি অফিস থেকে উপজেলার ১২টি ইউনিয়নের কৃষকের মাঝে পারিবারিক পুষ্টি বাগানের প্রণোদনা বিতরণ করা হয়।পারিবারিক পুষ্টি বাগানের প্রণোদনা উপজেলার ১২টি ইউনিয়নের ১১৯ জন কৃষকে দেয়া হয়। এদের মধ্যে ২০ কেজি জৈব সার, টমেটো, মুলা, ডাটা, বরবটি, লাউ, লালশাক, পালংশাক বীজ, সবজি রক্ষার জন্য নেট, ২ জাতের আমের চারা, বেঁল, পেঁয়ারা, ডালিম, লেবুর চারা এবং পানি দেয়ার ১টি ঝাঁজরি বিতরন করা হয়।
বসতবাড়ীর আঙ্গিনার ফেলে রাখা জমি কৃষির আওতায় আনতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন। তিনি আরো বলেন, এ পুষ্টি বাগান একদিকে সবজি ও ফলের চাহিদা মেটাবে, পাশাপাশি অনাবাদি জমি চাষের আওতায় আসবে। ছোট একটি পরিবারের সারাবছরের সবজি ও ফলের চাহিদা মেটাতে এমন উদ্যোগ গ্রহণ করেছে কৃষি অফিস।