নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দায় “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক অধিদপ্তরে আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়।
এ বছর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে চারজনকে সম্মাননা দেওয়া হয়েছে।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতারা হলেন- শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বিনীতা হাজং, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী রিনা হায়াৎ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী নাজমা আক্তার ও সফল জননী নারী সাফিয়া আক্তার।
এসব কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মেহেফুজুল ইসলাম ও সাংবাদিক জহিরুল ইসলাম মামুন প্রমূখ।