আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,
গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে
নেত্রকোনার আটপাড়ায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে
আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি বিরোধী কমিটি আয়োজনে সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সদস্য আমির খসরু স্বপনের সঞ্চালনায়
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার,
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি
মো. আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক জুলফিকার
আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নেত্রকোণা জেলা শাখার যুগ্ম আহবায়ক আল আকরাম খান।