উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
অনিয়ম দুর্নীতির অভিযোগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির আহমেদ ভুঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।তিনি জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ সচিব পলি করের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ৯৪২/১ (৭) স্বারকে ওই ইউপির চেয়ারম্যান পদটি শূন্য ঘোষনা করা হয়।
জানা যায়, উপজেলার ২নং সোহাগী ইউনিয়নের ১১জন মেম্বার স্বাক্ষরিত চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অনাস্থা প্রস্তাব আনেন। অনাস্থা প্রস্তাবের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৯ (৩) ধারা মোতাবেক বিশেষ সভার আহবান করে ১১ সদস্যের সর্ব সম্মতি ক্রমে অভিযোগটি জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। জেলা প্রশাসক এই প্রতিবেদনটি স্থানীয় সরকার বিভাগে পাঠান। স্থানীয় সরকার বিভাগ অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পদটি শূন্য ঘোষনা করেন।এব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির আহমেদ ভুঁইয়া জানান, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। তিনি প্রজ্ঞাপনের বিরুদ্ধে আপিল করবেন।