জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করব দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গোবরা বাস স্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার গোবরা বাজার এলাকায় উজ্জ্বল শেখ ও নিউটন মোল্যা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে বুধবার সকালে প্রতিপক্ষকে ঘায়েল করতে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
এবিএইচ